ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করলো পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সিরিজে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজটি পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। ক্রিকেটপাকিস্তান
সিরিজ শুরু হবে ৮ ফেব্রুয়ারি এবং শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। প্রথম দুটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, বাকি ম্যাচগুলো হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচও হবে সেই স্টেডিয়ামে।
প্রথম ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায়। ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১২ ফেব্রুয়ারি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হবে।
প্রস্তুতির অংশ হিসেবে ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তান ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করবে। ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা দিনের বেলায় তাদের অনুশীলন সেশন পরিচালনা করবে।
ত্রিদেশীয় সিরিজের সূচি
৮ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড
১০ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
১২ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা
১৪ ফেব্রুয়ারি: ফাইনাল
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত