টি-টোয়েন্টির বর্ষসেরা দল ঘোষণা, রয়েছেন যারা

| আপডেট :  ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮  | প্রকাশিত :  ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮

২০২৪ সাল ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য রেকর্ড বছর। প্রথমবারের মতো এক বছরে সর্বোচ্চ ৬৭৩ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ বছর মধ্যগ্রীষ্মে অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা ২০ দলের অংশগ্রহণে ইতিহাস সৃষ্টি করেছিল। এর মধ্যে, আইসিসি তার বর্ষসেরা পুরুষ ও নারী টি-টোয়েন্টি দলের তালিকা প্রকাশ করেছে।

পুরুষদের বর্ষসেরা দলে সর্বোচ্চ চারজন সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন ভারত থেকে। তারা হলেন- রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ ও অর্শদীপ সিং।

আইসিসির ঘোষিত দলে রোহিত শর্মা অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। ভারতের সঙ্গে সেরা দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ইংল্যান্ডের ফিল সল্ট, পাকিস্তানের বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বোলিং বিভাগে আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা জায়গা পেয়েছেন।

এদিকে, নারীদের বর্ষসেরা দলেও ভারতের আধিপত্য অব্যাহত। ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা, উইকেটকিপিংয়ে রিচা ঘোষ এবং বোলিংয়ে দীপ্তি শর্মা ভারতের প্রতিনিধিত্ব করছেন। এই দলের অন্যান্য সদস্যরা হলেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট ও মারিজান কাপ, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুস, ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, নিউজিল্যান্ডের এমেলিয়া কার, আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট, এবং পাকিস্তানের সাদিয়া ইকবাল।

তবে, এই তালিকায় বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পাননি। পুরুষ ও মহিলা দুই বিভাগেই বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড়কে বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত করা হয়নি, যা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি হতাশাজনক বিষয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত