এক যুগ ধরে বিএনপির নেতাকর্মীদের ঈদ নেই: ফখরুল
বিএনপির নেতা-কর্মীরা গুম, হত্যা ও নিপীড়নের শিকার হচ্ছেন, অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঈদ বলতে আমরা সব সময় যেটা বুঝি সেই ঈদ এক যুগ ধরে বিএনপির নেতাকর্মীদের নেই।’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নেতা-কর্মীদের হত্যা করা, গুম করা, মিথ্যা মামলা দেওয়া—এমন একটা অবস্থা, যেন এই দেশে শুধু আমাদের নেতা-কর্মীরাই আসামি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা আসামি হন তাদের পরিবারে কখনও ঈদ আসে না, এটা বাস্তবতা। এই সরকারের নির্মম অত্যচার, নির্যাতন বর্ণনাতীত। এই অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি।
তিনি বলেন, ‘খালেদা জিয়া যখন আমাদের সঙ্গে থাকেন, আমরা উজ্জীবিত হই, তিনি অনুপ্রাণিত করেন। এখন আমরা এভাবে উজ্জীবিত হই, তিনি তো বেঁচে আছেন। এটাই আমাদের প্রেরণা দেয়। এই অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত