খালেদা জিয়ার অবস্থা আগের মতোই
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন নেই। আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২৩ মে) দুপুরে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান ফখরুল।
সেখানে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে বের হয়ে গণমাধ্যমকে ফখরুল বলেন, আমি গত দুদিন আগে ম্যাডামের অবস্থা আপনাদের জানিয়েছি। এখনো তিনি একই অবস্থায় আছেন। কোনো পরিবর্তন নেই।
এর আগে রবিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বেগম জিয়া এখনো সিসিইউতে আছেন। সেখান থেকে বের হতে পারছেন না। অর্থাৎ ডাক্তার এটা ‘অ্যালাও’ করছেন না। ‘সি ওয়ান্টস টু গো’ কিন্তু ডাক্তাররা কিছুতেই অ্যালাও করছেন না। এখনো তার লান্সে পাইপ দেয়া আছে। রাইট লান্সে পাইপ আছে; যেখান দিয়ে ড্রেইন আউট করতে হচ্ছে এক্সট্রা ওয়াটার। বাম পাশেরটা খোলা রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত