সিদ্ধান্ত বদল, ডিপিএলের নতুন সূচি
মঙ্গলবার (১ জুন) সকালের বৃষ্টিতে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচগুলো বৃষ্টির কারণে স্থগিত হয়। সাভারে বিকেএসপির দুই মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। তাই জানানো হয়েছিল প্রতি দিনের খেলা বডিলি শিফট হবে, অর্থাৎ একদিন করে পেছাবে। ফলে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু। তবে সন্ধ্যায় সিদ্ধান্ত বদল হয়েছে। বুধবার (২ জুন) থেকে মিরপুরে বসবে আগামী চারদিনের দুই পর্ব।
মঙ্গলবার (১ জুন) বিকেলে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভায় এই সিদ্ধান্ত হয়।
এদিন সকালে ভারি বৃষ্টিতে তলিয়ে যায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন ও চার নম্বর গ্রাউন্ড। তাৎক্ষনিক ভাবে দুদিন স্থগিত করা হয়।
সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বিজ্ঞপ্তিতে জানান, জলাবদ্ধতার কারণে আপাতত বিকেএসপির দুই মাঠে খেলা হবে না। ক্লাবগুলোর সঙ্গে কথা বলে তাই বুধবার থেকে শনিবার পর্যন্ত সব খেলা শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
নতুন সূচিতে হোম অব ক্রিকেটে আগামী ৪ দিনে হবে ১২ ম্যাচ হবে। প্রথম ম্যাচ সকাল ৯টায়, দ্বিতীয়টি দুপুর দেড়টায়, সন্ধ্যা ৬টায় বসবে শেষ ম্যাচ।
বুধবার প্রথম ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতির প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। পরের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। দিনের শেষ ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত