ইকুয়েডরের বিপক্ষে কাল মাঠে নামবে ব্রাজিল
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল (৫ জুন) ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়। দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিল ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। আর ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর। এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচের সবকটিতেই জয় ব্রাজিলের। বিপরীতে সবশেষ ম্যাচে হেরেছে ইকুয়েডর। ব্রাজিল জিতলে শীর্ষস্থান আরো পাকাপোক্ত হবে তাদের। আর ইকুয়েডর জিতলে আর্জেন্টিনাকে পেছনে ফেলে দুইয়ে উঠে আসবে।
জানা গেছে, ৪-৩-৩ ফর্মেশনে ব্রাজিলকে খেলাবেন তিতে। নেইমারের সাথে ফিরমিনো এবং রিচার্লিসনেরই বেশি সম্ভাবনা আক্রমণভাগ গড়ার। গ্যাব্রিয়েল জেসুস এবং ভিনিসিয়াস জুনিয়রও অপেক্ষায় থাকবেন মাঠে নামার। উল্লেখ্য, সবশেষ আন্তর্জাতিক দেখায় ইকুয়েডরের বিপক্ষে হার নেই তিতের দলের।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত