একই রশিতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক প্রেমিকার আত্মহত্যা

ইমরান হোসেন, পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে একই রশিতে গলায় ফাঁস দিয়ে সোহেল(১৯) ও নাসরিন আক্তার(১৩) নামের দুই প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করেছে। শনিবার(৫ জুন) সকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের পার্শ্ববতী একটি বাড়ির গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত প্রেমিক সোহেল বিরজলা গ্রামের মজিবর রহমানের পুত্র। সে একাদশ শ্রেনীর ছাত্র। মৃত নাসরিন একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে। সে ৮ম শ্রেনীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে নিহত দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিলো । তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় ধারনা করা হচ্ছে ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পটুয়াখালী সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানায়, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তবে কি কারনে তারা আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছেনা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত