মুজিব বায়োপিক সিনেমার কোয়ালিটি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

| আপডেট :  ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৮  | প্রকাশিত :  ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা ভালো সময়েই জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ মুক্তি পাবে। সেভাবেই কাজ হচ্ছে।

ভারত সফর নিয়ে গত কাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা একথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ‘আমাদের শিল্পীরা দারুণ অভিনয় করেছে।

বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে এক প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধুকন্যা বলেন, মাঝে করোনার কারণে শুটিং বন্ধ ছিল। তারপর বম্বেতে বেশিরভাগ শুটিং হয়েছে। কিছু অংশ আমাদের এখানে হয়েছে। ‘এর কোয়ালিটি নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু কান ফেস্টিভালের মতো জায়গায় যেহেতু চলেছে..কানে যাওয়ার আগে আমি দেখেছি। যেখানে সংশোধন দরকার, করে দিয়েছি।’

‘যদি সেখানে দেখানোর উপযোগী না হতো, তাহলে দেখাতে দিতো না। তবে, সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর মতো করে কেউ দিলে হয়তো আমাদের ভালো লাগবে না কিন্তু কাউকে না কাউকে তো অভিনয় করতে হবে। তারপরও যারা অভিনয় করেছে অনেক আন্তরিকতা নিয়ে করেছে।’

এটা এডিটিং চলছে। একটা ভালো সময় চিন্তা করছি। সেভাবেই আসবে- জানান প্রধানমন্ত্রী।

দুই দিন আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছিলেন, বঙ্গবন্ধুর জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা চলতি বছরের মধ্যে মুক্তি পেতে পারে।

বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় আছেন বাংলাদেশের অভিনেতা আরেফিন শুভ।

বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজসহ আরও অনেকে অভিনয় করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত