মাঠে গড়ানোর আগেই কোপা আমেরিকায় বড় ধাক্কা
আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট ব্রাজিলে বসতে চলেছে। একে লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজের মতো ফুটবলের মহাতারকারা অংশ নিচ্ছে। তার আগে দুঃসংবাদ রয়েছে। এবারের আয়োজনে স্পন্সর হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে মাস্টার কার্ড।
১৯১৬ সালে কোপার যাত্রা শুরু হয়। ১৯৬৭ সাল পর্যন্ত এই টুর্নামেন্টের নাম ছিল সাউথ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপ। ১৯৭৫ সাল থেকে কোপা আমেরিকা হিসেবে এটি পরিচয় পায়।
১৯৯২ সালে এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে যুক্ত ছিল মার্কিন প্রতিষ্ঠান মাস্টার কার্ড। তবে ২৯ বছর পর প্রথমবারের মতো তারা দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো।
বিশ্বের অন্যতম সুপরিচিত এই ক্রেডিট কার্ড প্রতিষ্ঠান জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় তারা নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
এদিকে ব্রাজিলিয়ান বিয়ার প্রস্ততকারক প্রতিষ্ঠান আমবেভও কোপা আমেরিকার স্পন্সর হিসেবে না থাকার ঘোষণা দিয়েছে।
এবারের দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ খ্যাত এই আয়োজন কলম্বিয়া ও আর্জেন্টিনায় বসার কথা ছিল। শেষ মুহূর্তে ব্রাজিলকে ভেন্যু হিসেবে ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতিতে এই আয়োজন নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত