জমে উঠছে মুরাদিয়া ইউপি নির্বাচন প্রচারণা

জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমজমাট পটুয়াখালীর দুমকি উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়ন। আগামী ২১জুন দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন হাটবাজার, দোকান পাট, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচার প্রচারনায় জমে উঠেছে। প্রার্থী ও কর্মীসমর্থকদের পদচারণায় মুখরিত ইউনিয়ন ব্যাপী। এবারের ইউপি নির্বাচনে মুরাদিয়া ইউনিয়নে ১জন মহিলা প্রার্থীসহ মোট ৮ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন:
( ১) দুমকি উপজেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নিজ ইমেজ এবং দলীয় সমর্থনে ভোট প্রার্থনা করছেন।
(২) ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও চরগরবদী আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম (মাষ্টার) অটোরিক্সা প্রতীকে ৭,৮,৯নং ওয়ার্ডের একক প্রার্থী দাবি করে তার এলাকায় ভোট প্রার্থনা করছেন।
(৩) সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এডভোকেট মেহেদী হাসান মিজানের সহধর্মিনী উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা আকলিমা আক্তার আখি একমাত্র মহিলা প্রার্থী হয়ে আনারস প্রতীকে ইউনিয়ন ব্যাপী চষে বেড়াচ্ছেন কর্মীদের নিয়ে হাটবাজারে দোকানপাটে ব্যাপক সাড়া জাগাচ্ছেন।
৪) সাবেক পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক প্যাদার ছেলে মোঃ আনোয়ারুজ্জামান ইমরাজ টেলিফোন প্রতীকে নিজের রাজনৈতিক ক্যারিয়ার এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পারিবারিক ইমেজ কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে কঠোর অবস্থানে আছেন।
(৫) স্থানীয় দৈনিক সাথী পত্রিকার সম্পাদক, দুমকি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন ঘোড়া প্রতীকে ৫ ও ৬নং ওয়ার্ডের একক প্রার্থী হিসেবে দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন।
(৬) চরমোনাই পীরের সমর্থিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আলহাজ্ব সৈয়দ ছাইদুর রহমান (মাষ্টার) হাত পাখা প্রতীকে চর মোনাইয়ের মুর্শিদ ও ভক্তদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
(৭) মরহুম মোন্তাজ চেয়ারম্যানের নাতি ও মরহুম মোস্তফা চেয়ারম্যানের ভাতিজা মোঃ ফিরোজ হাওলাদার মটর সাইকেল প্রতীকে নিজের ক্লীন ইমেজ,দাদা ও চাচার এবং পারিবারিক ভাবে নির্বাচনমূখী বৈতরণী পার হওয়ার যোগ্যতা নিয়েই ইউনিয়ন ব্যাপী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
(৮) বিএনপি সমর্থিত সাবেক ইউপি সদস্য মো. ফিরোজ হোসেন (রেজা মেম্বার) চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় নেতা কর্মীদের এবং ইউপি সদস্য থাকাকালীন অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধীরে চল নীতি অনুসরণ করে ভোট প্রার্থনা করে চলছেন গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়।
এবারের আসন্ন মুরাদিয়া ইউপি নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া, উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তাদের নানা জল্পনা কল্পনা হিসাব- নিকাশ করতে দেখা যায় বাড়িতে, দোকানপাটে অথবা চায়ের আড্ডায়। প্রার্থীরা তাদের কর্মীসমর্থকদের নিয়ে হাটবাজারে, দ্বারে-দ্বারে ঘুরে হরেক রকমের কথার ফুলঝুড়ি দিয়ে নির্বাচনী-ওয়াদা দিয়ে সমর্থন ও ভোট আদায়ের চেষ্টা করছেন। প্রত্যেক প্রার্থীই নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে শুশীল সমাজ নিবিড় পর্যবেক্ষণে পঞ্চমূখী লড়াইয়ের সম্ভাবনা বেশি বলে অনেকেই মন্তব্য করতে নারাজ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত