থানায় গিয়ে পুলিশকে যা বললেন পরীমণি
রাজধানী সাভার বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা-চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার খোঁজ নিতে সাভার মডেল থানায় এসেছিলেন চিত্রনায়িকা পরীমণি। রোববার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে থানা থেকে বের হয়ে যান তিনি। এর আগে দুপুর আড়াইটার দিকে একটি সাদা প্রাইভেটকারে সাভার মডেল থানায় আসেন পরীমণি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘মামলার খোঁজ নিতেই থানায় আসি। যদিও আমার আরও আগে আসার কথা ছিলো। তবে অসুস্থ থাকার কারণে একটু দেরিতে আসা হলো।’
তিনি আরও বলেন, ‘সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমি খুব খুশি। মিডিয়ার সহযোগিতার কারণেই পুলিশ আসামিদের দ্রুত গ্রেপ্তার করেছে এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে।’
সাড়ে ৪ ঘণ্টা থানায় অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘ ওই দিনের সব কথা আমাকে খুলে বলতে হয়েছে। মামলার স্বার্থে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে লম্বা সময় কথোপকথনের মাধ্যমে সেদিনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত