এবার রান্না শেখাবেন ড. মাহফুজুর রহমান

| আপডেট :  ১২ আগস্ট ২০২১, ০৮:১৯  | প্রকাশিত :  ১২ আগস্ট ২০২১, ০৮:১৮

বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বেশ কয়েক বছর ধরে নতুন নতুন গান গেয়ে আলোচনায় রয়েছেন। প্রতি ঈদেই তিনি গান নিয়ে হাজির হন। তার একক গানের অনুষ্ঠান প্রচার হতে দেখা যায়।

এবার রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান। জানা গেছে, এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করতে দেখা যাবে তাকে। এ অনুষ্ঠানটি বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে সাজানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পেশার অতিথিদের নিয়মিত আমন্ত্রণ জানানো হয়ে থাকে। অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজ হাতে রান্না করতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।

আর দর্শকের জন্য বাড়তি পাওয়া হিসেবে থাকছে মাহফুজুর রহমানের খালি গলার গান। এরই মধ্যে একটি পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি শিগগিরই এটিএন বাংলায় প্রচার হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত