ধুনটে বন্ধু ডেকোরেটর দোকানে চুরি,প্রায় ১০ লক্ষাধিক টাকার মাল লুট

সুমন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে মেসার্স বন্ধু ডেকোরেটর দোকানে তালা কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।চোরেরা প্রায় ১০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রবিবার (১৮ই সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার কালের পাড়া ইউনিয়নের আনারপুর তিন মাথা বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ধুনট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে, ভোর রাতে আনারপুর তিন মাথা বাজারে মেসার্স বন্ধু ডেকোরেটর দোকানে দুর্বৃত্তরা তালা ভেঙ্গে প্রায় সমস্ত মাল লুট করে সাথে নিয়ে আসা পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়। মেসার্স বন্ধু ডেকোরেটর এর প্রোপ্রাইটর ও মালিক মোঃ শফিকুল ইসলাম বলেন, ১টি পিয়ার সাব মেশিন ,২টি পিয়ার খারা মেশিন ,১ পিচ ২৪ মিকচার মেশিন,২ টি হেট ৯০০১ মেশিন ,২টি এমার ৮৫ মেশিন , ১টি এমার ৫০০ মেশিন , এমার একটি ৮০০ মেশিন, তার ৬পিচ, ফ্যান ২পিচ, প্লেট১৫০টি ও মিকচার চেলেন মেশিন ১২টি, মোট অনুমান ১০ লক্ষ মামলা চুরি করে নিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, আনারপুর তিন মাথা বাজারে মেসার্স বন্ধু ডেকোরেটর দোকানের তালা ভেঙে অনুমান ১০ লক্ষ টাকার মামলার বিষয়টি জেনেছি, ডেকোরেটর মালিক অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত